বাগেরহাটের শরণখোলা সরকারি কলেজের ছাত্রীনিবাস দখলমুক্ত করার দাবিতে ক্লাসবর্জন করেছেন শিক্ষার্থীরা। শনিবার (২০ আগস্ট) সকালে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেন তারা।
শিক্ষার্থীরা জানান, কলেজের ছাত্রীনিবাসের একটি ঘর দখলে রেখে বসবাস করছেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহম্মেদ মুক্তা। একারণে আবাসিক ছাত্রীরা বিব্রত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। কর্তৃপক্ষ ঘর ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার নোটিশ দিলেও কর্ণপাত করছেন না তিনি।
এসময় ইচএসসি প্রথম বর্ষের ছাত্রী নাজমুন নাহার শান্তা, সোনিয়া আক্তার, দীপা রানী, আকরামুল হোসেন জসিম জানান, ছাত্রীনিবাসের মধ্যে একজন শিক্ষক কিভাবে বসবাস করেন সেটা আমাদের বোধগম্য নয়। এতো বলার পরও তিনি বাসা না ছাড়ায় আমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাসবর্জনে বাধ্য হয়েছি। এসময় উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরাও শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ মো. নুরুল আমিন ফকির বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। ওই শিক্ষককে একাধিকবার নোটিশ ও মৌখিকভাবে বলার পড়েও তিনি ছাত্রীনিবাসের মধ্যে বসবাস করছেন। এটি শিক্ষকদের জন্য অসম্মানজনক। তার উচিত দ্রুত বাসা ছেড়ে দেওয়া।
জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক সাব্বির আহম্মেদ মুক্তা বলেন, প্রতিহিংসাবশত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার বাড়ির কাজ শেষ হলে এমনিতেই বাসা ছেড়ে দেব।
আরএইচ/এমএস