দেশজুড়ে

নিখোঁজ শতাধিক জেলে উদ্ধার, সন্ধান মেলেনি ৭ ট্রলারের

পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে গত দুইদিনে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া জেলেদের মধ্যে শতাধিক জেলেকে উদ্ধারের পর মৎস্য বন্দরে পৌঁছে দেওয়া হয়েছে। সুন্দরবনসহ বিভিন্ন চর থেকে তাদের উদ্ধার করা হয়।

শনিবার (২০ আগস্ট) দিনভর চেষ্টায় সন্ধ্যার পরে তাদের আলীপুর ও মহিপুর মৎস্য বন্দরে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়।

আলীপুর-কুয়াকাটা মৎস্য বন্দর আড়তদার সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৮ আগস্ট বৈরি আবহাওয়ায় সমুদ্রে নিখোঁজ হওয়া ট্রলার ও জেলেদের মধ্যে প্রায় শতাধিক জেলেকে আমরা আজকে সন্ধ্যার পরে এই বন্দরে নিয়ে এসেছি। দিনব্যাপী কোস্টগার্ড, নৌ-বাহিনী ও মৎস্য আড়তদার সমিতির সমন্বয়ে তাদের সুন্দরবনসহ পাশের এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।

আনসার মোল্লা বলেন, এছাড়া ভারতের ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি রবিন দাশের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে, ভারতে আমাদের ১১ জেলেসহ একটি ট্রলার পুলিশ হেফাজতে রয়েছে। এছাড়া পাথরঘাটা ও সুন্দরবনে আরও কিছু জেলের সন্ধান মিলেছে তাঁরা আগামীকাল আমাদের বন্দরে পৌঁছাবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত জেলেসহ সাতটি ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে আগত জেলেদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে যে, প্রবল বাতাসে তারা ভারতে আশ্রয় নিতে পারে। তাই ঊর্ধ্বতন প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, ট্রলারগুলো যদি ভারতে থাকে সেটি নিশ্চিত হয়ে খুব দ্রুত তাদের যেন ফিরিয়ে আনা হয়।

আসাদুজ্জামান মিরাজ/এমআরআর