দেশজুড়ে

সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।

শনিবার (২০ আগস্ট) সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করা হয়।

এ ঘটনায় রোববার (২১ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন অপহরণের শিকার ছাত্রীর নানা নুর হোসেন।

অভিযোগসূত্রে জানা যায়, ওই কিশোরী স্কুলে যাওয়ার পথে পার্শ্ববর্তী চৌধুরীগাঁও গ্রামের আব্দুর রফিকুল ইসলাম রফিকের ছেলে মো. রাহাত (২০) তাকে উত্ত্যক্ত করতেন। শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে রাহাতের নেতৃত্বে কবির হোসেন, হাসান ও আলমসহ ৫-৭ জনের একটি দল ভয়ভীতি দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে যান।

বিষয়টি জানতে পেরে নুর হোসেন তার ভাগিনা শামীম ও বোন নুর মহলকে নিয়ে রাহাতের বাড়িতে যান এবং সেখানে স্কুলছাত্রীকে দেখতে পান। পরে ওই ছাত্রীকে নিয়ে আসার সময় রাহাতের নেতৃত্বে তার বাড়ির লোকজন হামলা করেন। হামলায় নুর হোসেন, নুর মহল ও শামীম আহত হন। তাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযুক্ত রাহাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ওই কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। সে নিজ ইচ্ছার তার সঙ্গে তার বাড়িতে এসেছে।

ওই ছাত্রীর বিয়ের বয়স হয়েছে কি না জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি রাহাত।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অপহরণ ও হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এসআর