ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের ওপর নির্ভর করে নয়, অস্ত্র এবং সন্ত্রাসের ওপর তারা টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।দুর্নীতি দমন কমিশনের সমালোচনা করে বিএনপির এই নেতা আরও বলেন, দুদক আজ ক্ষমতাসীনদের অন্যায়কে ধুয়ে মুছে ভাল মানুষের সার্টিফিকেট দিচ্ছে। রেলমন্ত্রীর দুর্নীতির কোনো অনুসন্ধান না করে জিয়া পরিবারের বিরুদ্ধে লেগেই আছে। দেশের সীমান্ত এলাকা থেকে অবাধ চোরাচালান বাড়ছে দাবি করে তিনি বলেন, ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার ফলেই এমন সব ঘটনা ঘটছে।২৯ নভেম্বর শনিবার কুমিল্লা টাউন হল মাঠে ২০ দলের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় যোগ দিতে শনিবার সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে কুমিল্লার উদ্দেশে যাত্রা দেবেন। জনসভায় লাখ লাখ লোকের সমাগম হবে বলেও আশা প্রকাশ করেন রিজভী।বিএনপির সমাবেশকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, কুমিল্লায় প্রশাসনের সহায়তায় সমাবেশ উপলক্ষে টানানো ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে।