কারো বেশি বেশি প্রশংসা করা নীচুতা ও লজ্জাহীনতার আলামত। যে প্রশংসা পাওয়ার যোগ্য না তা বাড়িয়ে বেশি প্রশংসা করা মিথ্যাচারও বটে। যারা এভাবে অন্যের তোষামোদ বা প্রশংসা করে, ইসলামের দৃষ্টি এটি মারাত্মক অন্যায় ও গুনাহের কাজ। এতে তিন ধরনের গুনাহ সংঘটিত হয়। প্রশংসিত ব্যক্তি ক্ষতির সম্মুখীন হয়। কী সেসব গুনাহ ও ক্ষতি?
গুনাহযারা অন্যের বেশি প্রশংসা করে এবং অবাস্তবভাবে অপরের প্রশংসা করে, তারা একই সঙ্গে তিন ধরনের গুনাহে লিপ্ত হয়ে থাকে। তাহলো-১. বেশি প্রশংসাকারী লোকেরা নিজের উদ্দেশ্য হাসিলের জন্য এমন সব প্রশংসা করে যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটা জঘন্য মিথ্যাচার ছাড়া কিছুই নয়। আর মিথ্যা হচ্ছে সব পাপের জননী।২. প্রশংসাকারী ব্যক্তি নিজের মুখে এমন সব প্রশংসা করে থাকে; যে প্রশংসার প্রতি সে নিজেও বিশ্বাসী নয়। বরং তা মারাত্মক মুনাফেকি ছাড়া কিছু নয়। ইসলামি শরিয়তে এটি কবিরা গুনাহ।৩. এভাবে বেশি বেশি প্রশংসা করে সংশ্লিষ্ট ব্যক্তি নিজেকে অন্যের কাছে হেয় প্রতিপন্ন করে। অসম্মানিত হয়। এতে তার নীচুতা, নির্লজ্জতা ও হঠকারিতা প্রকাশ পায়। আর এসবও গুনাহের কাজ।
ক্ষতিবেশি বেশি প্রশংসা করার দ্বারা প্রশংসিত ব্যক্তির দুই ধরনের ক্ষতি হয়ে থাকে। তাহলো-১. সে অহংকারে নিমজ্জিত হয়ে পড়ে।২. সে মিথ্যা প্রশংসা শুনে শুনে নিজের সম্পর্কে অনুরূপ ধারণা পোষণ করতে থাকে। আর অন্য লোকদের তুচ্ছ-তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখতে থাকে। সব সময় অন্যের কাছ থেকে এ ধরনের অতিরিক্ত প্রশংসা বাণী শোনার জন্য উদগ্রীব থাকে। ফলে ওই ব্যক্তি এমন অবস্থায় পৌছে যে, ভালো কৃতকর্মের উপর প্রশংসিত হওয়ার পাশাপাশি অকৃতকর্মের ওপরও প্রশংসিত হতে চায়। তাদের পরিণামও ভয়াবহ। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন-لَا تَحۡسَبَنَّ الَّذِیۡنَ یَفۡرَحُوۡنَ بِمَاۤ اَتَوۡا وَّ یُحِبُّوۡنَ اَنۡ یُّحۡمَدُوۡا بِمَا لَمۡ یَفۡعَلُوۡا فَلَا تَحۡسَبَنَّهُمۡ بِمَفَازَۃٍ مِّنَ الۡعَذَابِ ۚ وَ لَهُمۡ عَذَابٌ اَلِیۡمٌ‘যারা তাদের কৃতকর্মের প্রতি খুশী হয় এবং যা তারা করেনি তা নিয়ে প্রশংসিত হতে পছন্দ করে, তুমি তাদেরকে আজাব থেকে মুক্ত মনে করো না। আর তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক আজাব।’ (সুরা আল ইমরান : আয়াত ১৮৮)
মনে রাখতে হবেঅতিরিক্ত প্রশংসা করলে যার প্রশংসা করা হয় সেই ব্যক্তি অহংকারী হয়ে যাবে। তার জীবনের গতি থেকে যাবে এবং তার নিজের দোষ আর তখন তার নজরে পড়বে না। এ কারণে মুখের ওপর প্রশংসাকারী ব্যক্তি সম্পর্কে নবিজি বলেছেন-‘তোমরা যদি কাউকে মাত্রাতিরিক্ত প্রশংসা করতে দেখো তাহলে তাদের মুখে মাটি ছুঁড়ে মারবে।’ (মুসলিম, মিশকাত)
আবার গুনাহগার ব্যক্তির প্রশংসা করা আরো জঘন্য অপরাধ। এ প্রসঙ্গে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-‘কোনো ফাসিক ব্যক্তির প্রশংসা করা হলে আল্লাহ তাআলা রাগান্বিত হন এবং এতে তার আরশ প্রকম্পিত হয়ে ওঠে।’ (বায়হাকি, মিশকাত)
সুতরাং মুমিন মুসলমানের উচিত, যে কারো অতিরিক্ত প্রশংসা করা থেকে বিরত থাকা। মিথ্যা, মুনাফেকি ও হঠকারিতামূলক প্রশংসা করা থেকে বিরত থাকা। প্রশংসিত ব্যক্তিকে অনর্থক ক্ষতির সম্মুখীন করা থেকে বিরত থাকা। কোরআন-সুন্নাহর উপর যথাযথ আমল করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অনর্থক কারো বেশি বেশি প্রশংসা করা থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এমএস