জাতীয়

জাতীয় জাদুঘর-আহসান মঞ্জিলের প্রবেশ মূল্য দ্বিগুণ

জাতীয় জাদুঘর-আহসান মঞ্জিলের প্রবেশ মূল্য দ্বিগুণ

বাংলাদেশ জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘরে প্রবেশ টিকিটের মূল্য বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রবেশ মূল্য দেশি দর্শকদের ক্ষেত্রে ২০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা ও শিশু দর্শকদের ক্ষেত্রে ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করে মঙ্গলবার (২৩ আগস্ট) জাতীয় জাদুঘর থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। নতুন প্রবেশ মূল্য আগামী ২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।

Advertisement

এতে বলা হয়, গত ৬ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের ১৯৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য দেশি দর্শক ৪০ টাকা এবং শিশু দর্শক ২০ টাকা নির্ধারণ করা হলো।

আহসান মঞ্জিল জাদুঘর জাতীয় জাদুঘরের অধীন একটি জাদুঘর। দুটি জাদুঘর শনিবার থেকে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার।

দুটি জাদুঘরেই সার্কভুক্ত দেশের নাগরিকদের প্রবেশ ফি ৩০০ টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের ৫০০ টাকা। এ ফি বাড়ানো হয়নি।

Advertisement

আরএমএম/এমআইএইচএস/এমএস