দেশজুড়ে

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু ইকো পার্কে আগুন

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু ইকো পার্কে আকস্মিকভাবে আগুন লেগে পার্কের কাশবন পুড়ে ছাই হয়ে গেছে। তবে সিরাজগঞ্জ থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পার্কের কাশবন এলাকায় আকস্মিক এই আগুনের ঘটনা ঘটে।ইকোপার্কের ফরেস্টার নুর মোহাম্মদ জানান, মূহুর্তের মধ্যেই আগুন পার্কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, দর্শকের ছুড়ে ফেলা আগুনে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কাশবনের একটি অংশ পুড়ে যাওয়া ছাড়া ইকোপার্কের অন্য কোনো ক্ষতি হয়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণ করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে তিনি জানান।বাদল ভৌমিক/ এমএএস/পিআর