হিন্দি সিনেমার অভিনেতা ও রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী। থাইল্যান্ডে শুটিং সেরে মুম্বাই ফিরেই লক্ষ্মীমেয়ের মতো সোজা তাকে দেখতে পৌঁছে যান ক্যাটরিনা কাইফ।`জাগ্গা জাসুস` সিনেমার শুটিংয়ে রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ দুজনেই ছিলেন ব্যাংককে। সেখান থেকে মুম্বাই ফেরেন মঙ্গলবার। বিমানবন্দর থেকেই বান্দ্রায় কাপুরদের বাসভবন কৃষ্ণা রাজ-এ গাড়ি চালিয়ে যান ক্যাটরিনা। এর একদিন আগেই হাসপাতাল থেকে বাড়িতে আনা হয় ঋষি কাপুরকে। ডেঙ্গু এবং ম্যালেরিয়া আক্রান্ত ঋষি কাপুর হাসপাতালে ভর্তি হন।সূত্র জানায়, গভীর রাতে ক্যাটরিনা আর রণবীর মুম্বাই এসে পৌঁছান। এর পরপরই তারা রণবীরের বাবার সঙ্গে দেখা করতে যান। ক্যাটরিনা তাদের বাড়িতে বুধবার অনেক বেলা পর্যন্ত ছিলেন।থাইল্যান্ডে শুটিংয়ে ব্যস্ত থাকলেও নিয়মিতই বাবার খোঁজখবর নিতেন রণবীর। সঙ্গে ক্যাটরিনাও কথা বলতেন। এসব ঘটনায় ক্যাটরিনাকে সবাই শ্বশুরভক্ত বলে ডাকছেন। আবার সমালোচকরা মনে করছেন, রণবীরের হাত ধরে তাদের বাড়িতে ঢোকার জন্যই ক্যাট লক্ষ্মীমেয়ে সাজার চেষ্টা করছেন।