দেশজুড়ে

সাপের কামড়ে ঘুম থেকে চিরঘুমে স্কুলছাত্রী

ঝিনাইদহে সাপের কামড়ে মুন্নী খাতুন (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) সকালে সদর উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু মুন্নী খাতুন ওই গ্রামের বছির মিয়ার মেয়ে। সে কাশিমপুর ব্র্যাক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুন্নী খাতুন রাতে বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল। ভোরের দিকে বিষধর সাপ তাকে কামড় দেয়। যন্ত্রণা শুরু হলে সে বাবা-মাকে বিষয়টি জানায়। পরে তারা শিশুটিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। পরে অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম