দেশজুড়ে

মদনে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নেত্রকোনার মদনে আরিফুল ইসলাম আরিফ (৩০) নামের আট বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরিফুল ইসলাম মদন উপজেলার সদর ইউনিয়নের মদন দক্ষিণপাড়া গ্রামের নূরুল ইসলামে ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালে ইয়াবাসহ আরিফুল ইসলামকে গ্রেফতার হয়। পরে তার বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় মাদক আইনে একটি মামলা হয়। ওই মামলায় চলতি বছর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আট বছরের সাজা দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। এছাড়াও তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, আট বছরের সাজাপ্রাপ্ত আসামি আরিফকে গ্রেফতার করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এইচ এম কামল/আরএইচ/এএসএম