দেশজুড়ে

দিনাজপুরে বিজিবি সদস্যের মৃত্যুতে সংঘর্ষ : গুলিবিদ্ধ ৩

দিনাজপুর-ফুলবাড়ি সড়কে এক দুর্ঘটনায় বিজিবির দুই সদস্য নিহত হওয়ার ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের সাথে বিজিবি সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময়  উত্তেজিত বিজিবি সমস্যদের গুলিতে ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।জানা যায়, শুকওবার দুপুরে দিনাজপুর-ফুলবাড়ি সড়কে একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুজন বিজিবি সদস্য নিহত হন। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পরার পর স্থানীয় ব্যাটালিয়ন থেকে বিজিবি`র ক্ষুব্ধ কিছু সদস্য বেরিয়ে এসে দিনাজপুর-ফুলবাড়ি সড়কের দোকানপাট ভাঙচুর এবং লোকজনকে মারধর করতে থাকে। এর পর স্থানীয় লোক জন সংগঠিত হয়ে বিজিবি সদস্যদের ধাওয়া করলে সংঘর্ষ শুরু হয়। এর এক পর্যায়ে বিজিবির সদস্যরা গুলিবর্ষণ করে। এতে তিনজন স্থানীয় লোক পায়ে গুলিবিদ্ধ হন।আহতদের  হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। তবে এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।