দেশজুড়ে

ফতুল্লায় সাঁতারে নদী পাড়ি দিতে গিয়ে যুবক নিখোঁজ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাঁতার কেটে ধলেশ্বরী নদী পাড়ি দিতে গিয়ে মাহফুজ রহমান (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় নিখোঁজের চাচাতো ভাই মোহাম্মদ শাকিব আহম্মেদ বাদী হয়ে রাতে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়রি করেছেন।

নিখোঁজ মাহফুজ রহমান জয়পুরহাট জেলার সদর থানার আমদই গ্রামের শফিউল ইসলামের ছেলে। তিনি ফতুল্লার বিসিক শিল্পনগরীর এন আর গ্রুপের একটি গার্মেন্টেসে চাকরি করতেন। ভোলাইল মিষ্টির দোকান এলাকার একটি ম্যাসে ভাড়ায় থাকতেন তিনি।

নিখোঁজের চাচাতো ভাই শাকিব আহম্মেদ বলেন, শুক্রবার গার্মেন্টস বন্ধ থাকায় সহকর্মীদের সঙ্গে মাজফুজ রহমান দলবেঁধে নদীর ওপারে বক্তাবলী এলকায় ক্রিকেট খেলতে যান। ক্রিকেট খেলা শেষ হলে তার বন্ধু রিয়াজ উদ্দিনকে নিয়ে সাঁতার কেটে নদী পার হতে চেয়েছিলেন। সহযোগী রিয়াজ সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মাহফুজ রহমানকে তীরে দেখতে পাননি। দীর্ঘক্ষণ অপেক্ষা করে মাহফুজ রহমানকে না পেয়ে সহকর্মীরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। তখন ফায়ার সার্ভিসের ডুবুরি ও বক্তাবলী নৌ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত খোঁজ করেও নিখোঁজের সন্ধান পায়নি।

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাদল জাগো নিউজকে বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাত ৮টা পর্যন্ত নিখোঁজের সন্ধান চালালেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে আবারো তার সন্ধান চালানো হবে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এমএস