একুশে বইমেলা

মেলায় এসে জঙ্গিবাদ মোকাবেলায় শপথ নিন : পলক

বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলায় এসে জঙ্গিবাদ, মৌলাবাদ মোকাবেলায় তরুণদের শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইয়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার বইমেলায় নতুন বইয়ের মোড়ক উম্মেচনকালে তিনি এ অহ্বান জানান।শিল্প-সাহিত্যের শুভ শক্তির মধ্য দিয়ে অশুভ শক্তিকে মোকাবেলা করতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন, তা আজ বাস্তবায়নের পথে। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ আজ সবাই ধারণ করছে। শেখ হাসিনার ভিশন সবাই আপন করে নিয়েছে। তরুণ, বৃদ্ধ, শিক্ষার্থী, লেখকরা সবাই মিলে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।বিশ্ব প্রযুক্তি নির্ভর হয়ে উঠলেও বইয়ের কদর কমেনি উল্লেখ করে তিনি আরো বলেন, সৃজনশীল মানুষেরা শিল্প-সাহিত্যের মাঝে নিজেকে খুঁজে পায়। আর তার প্রমাণ হচ্ছে বছর ঘুরে একুশে বইমেলার আয়োজন। একটি মেলাকে মানুষ এভাবে আপন করে নিতে পারে, তা পৃথিবীর আর কোথাও দেখা যায় না।পলক বলেন, আর বসে থাকার সময় নেই। গোটা বিশ্ব প্রযুক্তির ওপর ভর করে এগিয়ে যাচ্ছে। তরুণদের ধ্যান-জ্ঞান আজ ইন্টারনেটে। ইন্টারনেটের মাধ্যমে বাংলা ভাষা, সাহিত্যকে জনপ্রিয় করে তুলতে না পারলে আমরা বিশ্ব দরবার থেকে পিছিয়ে পড়ব। আর এ ক্ষেত্রে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে।এর আগে তিনি লেখক শ্যামসুন্দর সিকদারের ‘ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের অন্তরূপ’, ‘নির্বাচিত ১০০ কবিতা’ এবং ‘মেঘে মেঘে বিজলির চমক’ শিরোনামের তিনটি বইয়ের মোড়ক উম্মেচন করেন। বাংলা একাডেমির নজরুল মঞ্চে বইয়ের মোড়ক উম্মেচনের ওই অনুষ্ঠানে সাবেক সচিব নজরুল ইসলাম খানসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।এএসএস/এমএইচ/আরএস/এবিএস