নাশকতার মামলায় যুবদলের সদস্য সাদেকুর রহমান সাদেকসহ নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলা বিএনপির পাঁচ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন ৮ বিএনপি নেতাকর্মী। আসামিদের পক্ষে আদালতে জামিন শুনানিতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম আজাদ বিশ্বাস, অ্যাড. টুটুল সুলতানা প্রমুখ। আসামিপক্ষের আইনজীবী অ্যাড. সাখাওয়াত হোসেন খান জানান, পৃথক দুটি নাশকতার মামলায় আদালতে বিএনপির বিভিন্ন স্তরের আট নেতাকর্মী আত্মসমর্পণ করলে আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলে আদালত বয়স্ক ও অসুস্থ তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো হয় কেন্দ্রীয় যুবদলের সদস্য সাদেকুর রহমান সাদেক, ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির রায়হান চুন্নু, কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হালিম, উজ্জল হোসেন ও আব্দুল হাইকে। জামিনে পান কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ও ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. মুক্তার হোসেন এবং একই ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী আবুল হোসেন ও বিএনপি নেতা সামসুল হক। শাহাদাত হোসেন/এআরএ/এবিএস