নারায়ণগঞ্জ শহরের কালীবাজারের পুরাতন কোর্ট থেকে জাল স্ট্যাম্পসহ মামা-ভাগ্নেকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসময় ৭৪,৭৫০ টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসান উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চত করেছেন।আটকরা হলেন, চাঁদপুরের মতলব উত্তর থানার মোস্তফাপুর এলাকার চান মিয়া সরকারের ছেলে মো. মাসুদ মিয়া ও রওশন আহম্মেদ একই থানার আবুল কাশেমের ছেলে। তারা শহরের ডন চেম্বার এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন।নারায়ণগঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসান উদ্দিন চৌধুরী জানান, মাসুদ ও রওশন দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের কাছে জাল স্ট্যাম্প বিক্রি করে আসছিল। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।শাহাদাত হোসেন/এআরএ/এবিএস