ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নেন এক হাজার ৮৮৮ জন ভর্তিচ্ছু। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৬৮৭ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৯ দশমিক ৩৫ শতাংশ।

এই ইউনিটে জিপিএসহ ১২০ নম্বরের মধ্যে ১১৭ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ইকবাল হোসাইন ইমন। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ডি-১৭৩১।

রোববার (২৮ আগস্ট) ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এরশাদ উল্লাহ এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা দেওয়া হয়েছে। এ তালিকায় সর্বনিম্ন নম্বর ৭৮ দশমিক ৮৫। ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’

শনিবার (২৭ আগস্ট) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দুই হাজার ২৬ জন আবেদনকারীর মধ্যে এক হাজার ৮৮৮ জন ভর্তিচ্ছু অংশ নেন। যা মোট ভর্তিচ্ছুর ৯৩ দশমিক ১৯ শতাংশ।

রুমি নোমান/এসআর