অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের শহর উপ-পরিদর্শক (টিএসআই) মো. আবুল কাশেমকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কাশেম ২নং পুলিশ ফাঁড়ির টিএসআই হিসেবে কর্মরত ছিলেন। সূত্রে জানা যায়, টিএসআই আবুল কাশেমের বিরুদ্ধে ভয়-ভীতি দেখিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ এবং গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থাপনায় চালানো তান্ডবের ঘটনার সঙ্গে স্থানীয় এক যুবলীগ নেতাকে বিএনপি-জামায়াতের কর্মী হিসেবে গ্রেফতার করার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো কয়েকটি অনিয়মের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে পুলিশ সুপার মো. মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, অনিয়মের অভিযোগে টিএসআই কাশেমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হচ্ছে।আজিজুল আলম সঞ্চয়/জেএইচ