বিয়ের পোশাকের সঙ্গে লেদার জ্যাকেট, পায়ে স্নিকার ও হাতে মদের পেয়ালা দৃশ্যটা কল্পনা করুন। নিশ্চয় অবাক হবেন। আর এমন সাজসজ্জা নিয়েই বসে আছেন ‘খুবসুরত’ তারকা সোনম কাপুর! তাই দেখা গেছে তার নতুন ছবি ‘ডোলি কি ডোলি’র প্রথম পোস্টারে।আইবিএন লাইভ জানায়, সম্প্রতি প্রকাশ পেয়েছে সোনম কাপুর অভিনীত ‘ডোলি কি ডোলি’ ছবির ফার্স্ট লুক। অভিষেক ডোগরা পরিচালিত এ কমেডি ড্রামায় বিন্দাস মুডের এক কনে ‘ডোলি’কে (সোনম) দেখা যাবে। কাহিনীটাও তেমন।এ ছবিতে সোনম ধনী পরিবারের ছেলেদের বিয়ে করে এবং বিয়ের পরে তাদের টাকা পয়সা নিয়ে কেটে পড়ে। সোনমের সঙ্গে আরও অভিনয় করেছেন নবাগত পুলকিত সম্রাট ও রাজকুমার রাও। ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে মুক্তি পাবে।