দেশজুড়ে

বক্সখাটের ভেতর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

যশোর শহরের আশ্রম মোড়ে হোসনে আরা রশনি (৫২) নামের এক নারীর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঘরের তালা ভেঙে বক্সখাটের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। রশনি ওই এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

প্রতিবেশী ফিরোজা আক্তার বলেন, ‘রশনির এক ছেলে মুন্তাসিমুর রহমান আমেরিকায় থাকেন ও এক মেয়ে রাশনা মাহতাব মুনা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি ঘরে একাই থাকতেন। সোমবার তার বৃদ্ধ মা ফোনে না পেয়ে বিকেলে মেয়ের বাড়ি এসে দেখেন ঘরের বাইরে তালাবদ্ধ। তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তালা ভেঙে বক্সখাটের ভেতরে লুকানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, সোমবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ রশনির মরদেহ তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে। দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যার পর বক্সখাটের ভেতরে লুকিয়ে রেখেছিল।

মিলন রহমান/এসজে/এএসএম