পঞ্চগড়ে টানা তিনদিন পর মঙ্গলবার সকাল থেকে কাজে ফিরেছেন পাথর-বালু লোড-আনলোড শ্রমিকরা। সোমবার (২৯ আগস্ট) গভীর রাতে তেঁতুলিয়ায় অনুষ্ঠিত এক বৈঠকে পঞ্চগড় পাথর-বালু ব্যবসায়ী ফেডারেশনের নেতারা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন।
এনিয়ে জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের আহ্বানে তেঁতুলিয়া উপজেলা হলরুমে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঈয়াছিন আলী মন্ডল, পাথর-বালু ব্যবসায়ী যৌথ ফেডারেশনের সভাপতি হাবিল হক প্রধান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আকবর আলীসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রতি ঘনফুট (সিএফটি) পাথর-বালু লোড-আনলোড বাবদ শ্রমিকদের পূর্বের মজুরি দুই টাকা ৮০ পয়সার বিপরীতে তিন টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়। এই সিদ্ধান্ত শ্রমিক এবং ব্যবসায়ীদের সকল সংগঠন মেনে নিয়ে মঙ্গলবার সকাল থেকে পাথর-বালু ক্রয়-বিক্রয় এবং লোড-আনলোড করতে সম্মত হয়।
ট্রাকে পাথর-বালু ওঠা-নামা শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রতিবাদে শনিবার সকাল থেকে পাথর-বালু কেনাবেচা বন্ধ করে দেন জেলা পাথর বালু ব্যবসায়ী যৌথ ফেডারেশন। এতে খনিজ পাথর ও মোটা বালু সমৃদ্ধ পঞ্চগড়ে ১০ হাজরের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েন।
জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, পাথর-বালু লোড-আনলোড শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রতিবাদে শনিবার সকাল থেকে পাথর-বালু কেনাবেচা বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এক পর্যায়ে উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসা হয়। বৈঠকে পূর্বের প্রতি ঘনফুট পাথর-বালু লোড-আনলোড বাবদ শ্রমিকদের মজুরি দুই টাকা ৮০ পয়সার পরিবর্তে তিন টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়। এতে ব্যবসায়ী এবং শ্রমিক নেতারা সম্মত হয়ে পাথর-বালু ক্রয়-বিক্রয় ও লোড-আনলোড শুরু করেন।
সফিকুল আলম/এফএ/জেআইএম