শিশুদের মানসিক বিকাশ ও সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে বইমেলা’য় শুরু হয়েছে ‘শিশু প্রহর’। শুক্রবার সকাল শুরু হওয়া শিশু প্রহর ইতোমধ্যে শিশুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। শুক্রবার সকাল ১১টা থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হওয়া শিশুদের এই মিলনমেলা ‘শিশু প্রহর’ চলবে বেলা ১টা পর্যন্ত।মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, শিশু প্রহরে শিশুরা মেলা প্রাঙ্গণে পরিবারের সদস্যের সঙ্গে স্বাচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছেন এবং তাদের পছন্দের বই খুঁজে নিচ্ছেন। ছোট্ট ছোট্ট শিশুরা অভিভাবকদের সঙ্গে বই কিনছেন, কিনছেন কার্টুনও। সিসিমপুর স্টলে শিশুদের ভিড় সবচেয়ে বেশি দেখা গেছে।পুরানা পল্টন থেকে আগত ৩য় শ্রেণির শিক্ষার্থী মুনতাসিম জাগো নিউজকে বলেন, আব্বু আম্মুর সঙ্গে খুব সকালে বইমেলায় এসেছি। মেলায় এসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এবারে প্রথম আমার বইমেলায় আসা। মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবারই মেলাকে কেন্দ্র করে শিশুদের জন্য আলাদা করে প্রহর ঘোষণা করা হয়। সেই রীতি অনুযায়ী এবারেও বইমেলায় চলছে শিশু প্রহর।উল্লেখ্য, এর আগে সকাল সাড়ে ৮টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী।এমএইচ/এআরএস/আরএস/পিআর