সুনামগঞ্জের শাল্লা উপজেলার আলোচিত যুবক ঝুমন দাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নোয়াগাঁওয়ের বাড়ি থেকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা ৮টা পর্যন্ত ঝুমনকে জিজ্ঞাসাবাদ চলছে।
ঝুমনের মা নিভা রানী দাস জানান, দুপুর সাড়ে ১২টায় কয়েকজন পুলিশ সদস্য এসে ঝুমনকে নোয়াগাঁও বাজারে যাওয়ার জন্য বলেন। সেখানে গেলে পুলিশ সদস্যরা তাকে থানায় নিয়ে যান। থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঝুমনের স্ত্রী সুইটি জানান, তিনি ঝুমনের সঙ্গে আছেন। তাকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জাগো নিউজকে বলেন, ঝুমনের ফেসবুক আইডিতে উত্তেজনা ছড়ানোর মতো কিছু পোস্ট ছিল। এসব বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে।
পুলিশ সুপার মো. এহসান শাহ জাগো নিউজকে বলেন, ঝুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দি মামুনুল হকের সমালোচনার অভিযোগে গত বছরের ১৬ মার্চ গ্রেফতার হন সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাস। সাড়ে ছয় মাস জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেন ঝুমন।
লিপসন আহমেদ/এসজে/এএসএম