দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ও ভূমি দখলের প্রতিবাদ এবং সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীসহ দেশের বিভন্ন স্থানে সংখ্যাললঘু সম্প্রদায়ের উপর নির্যাতন অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। যত দ্রুত সম্ভব দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদান এবং এ সমস্যা নিরিসনে সংখ্যালঘু কমিশন গঠনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।দেশের কোনো স্থানে সংখ্যাললঘু নির্যাতন হয়, আর সরকার যদি আগের ঘটনার বিচার না করে তবে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা।সংগঠনের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের মহাসচিব আনান্দ কুমার বিশ্বাস, প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, নির্বাহী সভাপতি সুকৃতি কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।এএস/আরএস/আরএস