বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পর্শে মামুন মিয়া (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু পশ্চিম পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মামুন মিয়া ওই গ্রামের টুকু জোয়ার্দারের ছেলে।
নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাছরিন এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টুকু জোয়ার্দার দীর্ঘদিন ধরে বাড়ির আঙিনায় শেড নির্মাণ করে সেখানে ব্রয়লার মুরগি লালন-পালন করে আসছিলেন। মঙ্গলবার রাতে তার ছেলে মামুন মুরগির শেডে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম জানান, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এসআর/এএসএম