দেশজুড়ে

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, অটোরিকশা চালককে এক বছর কারাদণ্ড

পঞ্চগড়ে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. জয়নাল নামের একজন অটোরিকশা চালককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে শহরের ডোকরোপাড়া এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুল হক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. জয়নাল পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজল দিঘী ইউনিয়নের দফাদার পাড়া বাবুল হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গত ২৪ আগস্ট জেলা শহরের করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বাসা থেকে স্কুলে পৌঁছে দেওয়ার পথে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা করেন অটোরিকশা চালক জয়নাল। বুধবার ওই ছাত্রীকে একইভাবে শ্লীলতাহানির চেষ্টা করেন। বাসায় গিয়ে স্কুলছাত্রী বিষয়টি তার মাকে জানায়।

পরে পরিবারের সদস্যরা জয়নালকে খুঁজে বের করেন এবং করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের সামনে নিয়ে যান। তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল হকের কাছে এ বিষয়ে অভিযোগ দেন। অভিযুক্ত জয়নাল দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া, সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ সহসদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, আসামিকে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক বলেন, অভিযুক্ত অটোরিকশা চালক তার অপরাধ স্বীকার করেন। এই রায় সমাজের অসৎ মানসিকতার বখাটেদের জন্য একটি বার্তা। আমাদের অভিভাবক ও সন্তানদেরও সচেতন করা দরকার।

সফিকুল আলম/এসআর/জিকেএস