ইন্টারনেটে আজকাল কত কিছুই ভাইরাল হয়! চমকে দেওয়া ছবি বা ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সবখানে। এমন অনেক ঘটনা থাকে যা দেখলে বিশ্বাস করা কঠিন। এবার তেমনই এক ভিডিওতে দেখা গেছে, দুই চাকার একটি বাইকে সাতজনকে আরোহী হতে!
সম্প্রতি ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন সুপ্রিয়া সাহু নামে ভারতের এক সরকারি কর্মকর্তা। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘নির্বাক’। অর্থাৎ ভিডিওটি দেখে যেন মুখের ভাষাই হারিয়ে ফেলেছেন ওই নারী।
অনেকটা একই দশা অন্যদেরও। কয়েক ঘণ্টার মধ্যে ভিডিওটি ভাইরাল হয়। এটি দেখে কেউ কেউ নিখাদ মজা পেলেও সমালোচনা করেছেন অনেকে।
Speechless pic.twitter.com/O86UZTn4at
তাদের বক্তব্য, একসঙ্গে এত লোক বাইকে ওঠার অর্থ, কোনোভাবে কিছু একটা ভুল হলে সাতজনকেই মৃত্যুমুখে পড়তে হবে। তাছাড়া কারও মাথাতেই হেলমেট ছিল না। বাইকচালক কীভাবে এতগুলো শিশুর জীবন ঝুঁকিতে ফেললেন সে প্রশ্ন তুলেছেন অনেকে।
একজন লিখেছেন, দুই চাকার বাহনে সাতজন আরোহী! যদি কোনোভাবে চাকা পিছলে যায়, বাচ্চাগুলোর কী হবে? বাইকচালককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তার লাইসেন্সও কেড়ে নিতে হবে।
আরেকজন লিখেছেন, এটি মোটেও মজার বিষয় নয়।
সূত্র: সংবাদ প্রতিদিন
কেএএ/এএসএম