দেশজুড়ে

হাসপাতালে আসার পথে ইজিবাইকে সন্তান জন্ম দিলেন প্রসূতি

গাইবান্ধায় হাসপাতালে আসার পথে ইজিবাইকের ভেতরে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সালমা বেগম (২৪) নামের এক প্রসূতি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে পৌঁছার আগেই জেলা শহরের ডিবি রোডের কাচারি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সালমা বেগম গাইবান্ধা সদর উপজেলার গ্রামের বেড়াদাঙ্গা গ্রামের আলম মিয়ার মেয়ে। বর্তমানে প্রসূতি মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

স্বজনরা জানান, দুপুরে বাবার বাড়িতে প্রসব ব্যথা ওঠে সালমা বেগমের। পরে তাকে একটি ইজিবাইকে করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল নিয়ে যাচ্ছিলেন পরিবারের লোকজন। সন্ধ্যা ৬টার দিকে ইজিবাইকটি জেলা শহরের কাচারি বাজার এলাকায় পৌঁছালে অসহ্য প্রসবব্যথা শুরু হয়। পরে সালমা বেগম ব্যাটারিচালিত ওই ইজিবাইকের ভেতরেই একটি কন্যা সন্তানের জন্ম দেন।

প্রত্যক্ষদর্শী জোবাইদুল ইসলাম বলেন, হঠাৎ একটি ইজিবাইক ডিবি রোডের দ্য গোলাম টেইলার্সের সামনে এলে সালমা বেগম নামের এক অন্তঃসত্ত্বা নারীর প্রসবব্যথা শুরু হয়। আশপাশের লোকজন সেখানে ভিড় করলে স্বজনরা ইজিবাইকটি রাস্তার পাশে নিয়ে কাপড় দিয়ে পর্দা করে দেন। সেখানেই একটি কন্যা সন্তানের জন্ম দেন সালমা বেগম। পরে নবজাতকসহ ওই প্রসূতিকে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেন স্বজনরা।

এসআর