আন্তর্জাতিক

করোনায় আরও ১৭৫১ মৃত্যু, শনাক্ত ৫ লাখ ৯০ হাজার

করোনায় আরও ১৭৫১ মৃত্যু, শনাক্ত ৫ লাখ ৯০ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ৭৫১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৯০ হাজার ৭৮৪ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৬ হাজার ৬৩ জন।

Advertisement

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৯৮ হাজার ৪৫৯ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৭ লাখ ৬৩৪ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৮ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৯০১ জন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৬৫ হাজার ৮১৫ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৭২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ১২৬ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৭২ হাজার ১২৫ জন।

Advertisement

এই ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৬৭ হাজার ৩৪০ জনের। দেশটিতে এ সময়ে করোনায় ৩১৬ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ে ব্রাজিলে মারা গেছেন ১৭৪ জন, জার্মানিতে ১৪৮ জন, ইতালিতে ৬৮ জন, অস্ট্রেলিয়ায় ৫৪ জন, ফ্রান্সে ৪১ জন, রাশিয়ায় ৯৫ জন এবং মেক্সিকোতে মারা গেছেন ৩৮ জন।

এ সময়ে বাংলাদেশে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং করোনা শনাক্ত হয়েছে ২১৬ জনের।

এমএইচআর/এমএস

Advertisement