নেত্রকোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখ করে ৫ শতাধিক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এরমধ্যে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খানকে প্রধান আসামি করা হয়।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।
এর আগে বৃহস্পতিবার রাতে নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) খন্দকার আল মামুন বাদী হয়ে মামলাটি করেন।
খন্দকার শাকের আহমেদ বলেন, মামলায় ৩৩ জনের নামসহ ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার নেতাকর্মীদের শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এইচ এম কামাল/আরএইচ/জিকেএস