কুষ্টিয়ায় গড়াই নদে দুই দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। দীর্ঘদিন পর আয়োজিত এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গড়াই নদের তীরে লাখো মানুষের ঢল নামে।
শুধু কুষ্টিয়া শহরই নয়, দূর-দূরান্ত থেকে দলবেঁধে শিশু-নারী-পুরুষসহ সব শ্রেণিপেশার মানুষ ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে গড়াই নদের তীরে ভিড় জমান।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুমারখালী উপজেলার কয়া এবং শহরের ঘোড়া ঘাট এলাকায় গড়াই নদে এই বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম। কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেনের সভাপতিত্বে এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার শুরুতে ঢাক-ঢোলের তালে তালে নদীতে নামানো হয় বেশকিছু নৌকা। নৌকা চালকদের পরনে ছিল লাল, নীল, হলুদসহ নানা রঙিন পোশাক। এ সময় নদীর দুই ধারের লাখো দর্শক স্লোগান আর তালি দিয়ে তাদের উৎসাহ দেন।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাঝিসহ ১২টি দল অংশ নেয়। শনিবার (৩ সেপ্টেম্বর) প্রতিযোগিতা শেষ হবে। নৌকা বাইচে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের জন্য পুরস্কার হিসেবে তিনটি আলাদা ব্র্যান্ডের মোটরসাইকেল দেওয়া হবে।
কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মো. আলী হোসেন বলেন, ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ উপভোগ করতে গড়াই পাড়ে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। অভূতপূর্ব এই দৃশ্য সবাইকে পুলকিত করেছে।
আল-মামুন সাগর/এসআর/এএসএম