পঞ্চগড়ে সাপের কামড়ে আব্দুল জলিল (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরের পর উপজেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের ফুটকীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল জলিল ওই এলাকার মধু ফকিরের ছেলে।
পরিবার সূত্র জানায়, দুপুরের পর নিজের লাউ ক্ষেতে কাজ করতে যান জলিল। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দিলে তিনি দ্রুত বাড়ি চলে যান এবং হাঁটুর ওপর শক্ত করে বাঁধেন। পরে পরিবারের লোকজন স্থানীয় ওঝা ডেকে বিষ নামানোর জন্য ঝাড়ফুঁক করতে থাকেন। একপর্যায়ে তার পায়ের বাঁধন খুলে দিয়ে শরীরে বিষক্রিয়া শুরু হয়। এরপর তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, সাপের কামড়ে একজন কৃষকের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
সফিকুল আলম/এসআর/এএসএম