অর্থনীতি

‘এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার’ পুরস্কার পেলো প্রাণ-আরএফএল গ্রুপ

খাদ্য ও কৃষি প্রক্রিয়াকরণ, ব্যবসায়িক বৈচিত্র্য ও রপ্তানিতে অবদান রাখায় বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা বা ‘এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার’ শ্রেণিতে পুরস্কার পেয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।

ব্যবসা-বাণিজ্যে অসামান্য অবদানের জন্য দেশের তিন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড, ২০২১’ নামে এ পুরস্কারের আয়োজক আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের ২০তম আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএইচএল এক্সপ্রেসের বাণিজ্যিক বিষয়ক জ্যেষ্ঠ ভাইস-প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠানটির ভারতীয় ব্যবস্থাপক আরএস সুব্রামানিয়ান, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের এদেশীয় ব্যবস্থাপক মো. মিয়ারুল হক।

এ বছর মোট তিনটি শ্রেণিতে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয়। এরমধ্যে ‘বছরের সেরা ব্যবসায়ী ব্যক্তিত্ব’ বা ‘বিজনেস পারসন অফ দ্য ইয়ার’ শ্রেণিতে পুরস্কার পেয়েছেন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার। ‘বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা’ বা ‘এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার’ শ্রেণিতে পুরস্কার পেয়েছে শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী। আর ‘বছরের সেরা আর্থিক প্রতিষ্ঠান’ শ্রেণিতে পুরস্কার পেয়েছে দেশের বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার নেন সিইও কামাল কাদির।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা বেসরকারি খাতকে সবসময়েই উৎসাহ ও সহযোগিতা দিয়ে যাচ্ছি। আশা করছি এ ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের ঘরে নিয়ে যেতে পারবো। তবে এজন্য দেশীয় শিল্পদ্যোক্তাদের পাশাপাশি বিশ্বের বন্ধু দেশগুলোর সহযোগিতা দরকার।

ব্যবসায়ীদের পুরস্কৃত করার এ আয়োজনের জন্য ডিএইচএল ও দ্য ডেইলি স্টারকে ধন্যবাদ জানান তিনি।

দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি হিসেবে ২০০০ সাল থেকে ডিএইচএল এক্সপ্রেস ও দ্য ডেইলি স্টার যৌথভাবে এ সম্মাননা দিয়ে আসছে। এবারের বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের প্রতিপাদ্য 'সমৃদ্ধির সেতু, সীমান্তের ওপারে সংযোগ'।

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড বর্তমানে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননার মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত।

এমওএস/এমকেআর/এএসএম