বিনোদন

শাহনূর এবার দুই বাংলায়

নতুন বছরে দুই বাংলায় মুক্তি পাবে চিত্রনায়িকা শাহনূর অভিনীত `অপহরণ`। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন ওপার বাংলার খ্যাতিমান পরিচালক বাবু রায়। আগামী মাসে ছবিটির শুটিং সম্পন্ন হবে। ফেব্রুয়ারি কিংবা মার্চে দুই বাংলার শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে শাহনূর বলেন, `অপহরণ ছবিটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। দুই বাংলার দর্শকরা আমার ছবিটি উপভোগ করবেন- বিষয়টি ভাবতেই ভালোলাগছে। আমি আমার অভিনয়ের সব নৈপুণ্যতা দিয়ে এ ছবিতে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছি। দর্শকরা আমাকে এ ছবিতে সম্পূর্ণ নতুন রূপে দেখতে পাবেন। বিশেষ করে এ ছবির রোমান্টিক গানগুলো সবাইকে আকৃষ্ট করবে বলে আমি আশা করছি।` `অপহরণ` ছবিতে শাহনূরের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়ক সনজিৎ। এদিকে, বর্তমানে শাহনূর ছোটপর্দায় নিয়মিত অভিনয় করছেন। গত সপ্তাহ থেকে এশিয়ান টিভির জন্য `জীবনের গল্প` ধারাবাহিকের শুটিং শুরু করেছেন তিনি। এছাড়া সম্প্রতি চারটি খ- নাটক ও একটি টেলিছবিতে অভিনয় করেছেন।