দেশজুড়ে

মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের সালথায় মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আবরার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের দোহারগট্টি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু আবরার লালমনিরহাট জেলার হাতিবান্ধা সদরের রুস্তম খন্দকারের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ১১টার পর থেকে নিখোঁজ ছিল আবরার। পরে পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। দুপুর ১২টার দিকে বাড়ির পাশে পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়।

এ বিষয়ে সালথা ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজ্জাক হোসেন বলেন, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এন কে বি নয়ন/এসআর/এএসএম