দেশজুড়ে

ইজিবাইকে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লেগে মা-ছেলে নিহত হয়েছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মা লিমা বেগম (২৫) এবং ছেলে ইমরান হোসেন (৭) ইজিবাইকের যাত্রী ছিলেন। লিমার বাবার বাড়ি নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে। তার স্বামীর বাড়ি ভাঙ্গা উপজেলার সদরদী এলাকায়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, লিমা বেগম তার ছেলে ইমরানকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় মধুমতি এক্সপ্রেস নামের ট্রেনটি ভাঙ্গা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। নগরকান্দা উপজেলার শ্রীরামদিয়া গ্রামে রেল ক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে লিমা বেগম ও ছেলে ইমরান হোসেন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।

এন কে বি নয়ন/এসআর/এমএস