নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর আটঘরিয়া গ্রামে বজ্রপাতে বেলাল মিয়াজি (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক কৃষক সেলিম হোসেন (২৮)।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বেলাল মিয়াজি ওই এলাকার হাজী আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে হালকা বৃষ্টির মধ্যেই ধানের জমিতে কাজ করছিলেন বেলাল মিয়াজি। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাশের জমিতে কাজ করতে থাকা কৃষক সেলিম গুরুতর আহত হন। তাকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জোয়াড়ি ইউপি চেয়ারম্যান চাঁন মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রেজাউল করিম রেজা/এফএ/জিকেএস