ক্যাম্পাস

নাসায় চাকরি পেলেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মিলন

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় চাকরি পেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী মিলন হোসেন। নাসার গ্লেন রিসার্চ সেন্টারে উপাদান ও কাঠামো বিষয়ে পরিদর্শক গবেষক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

সোমবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন মিলন হোসেন।

মিলন হোসেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন মিলন। এরপর কুয়েটে সহকারী অধ্যাপক থাকা অবস্থায় চাকরি ছেড়ে দেন। চলতি বছর তিনি যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে যোগ দেন। সর্বশেষ মহাকাশ গবেষণা সংস্থা নাসায় যোগ দিলেন মিলন হোসেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) ভাসানী বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রোকনুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন। আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস