দেশজুড়ে

ঘরের বারান্দায় মিললো ৩৩ ককটেল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৩টি ককটেলসহ সিরাজুল ইসলাম সজিব (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বাটা কানসাট-ভোলাহাট মহাসড়কের দক্ষিণ পাশের কলমুগাড়া বিলের একটি বাথান ঘরের বারান্দায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সিরাজুল সদর উপজেলার নতুন হুজরাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বিকেলে কলমুগাড়া এলাকার একটি বাথান বাড়ির বারান্দায় অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এসময় সিরাজুলকে ৩৩ ককটেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

সিরাজুল স্বীকার করেন যে এ ককটেলগুলো বিক্রির উদ্দেশ্যে তিনি নিজ হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।

সোহান মাহমুদ/জেডএইচ/