ফরিদপুরের মধুখালীতে চতুর্থ শ্রেণির ছাত্র মোরসালিন প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ। মোরসালিন চর চন্দনা আশাপুর গ্রামের মো. আশরাফুল শেখ ও ইতি খাতুনের ছেলে। এ ঘটনায় মোরসালিনের মা ইতি খাতুন স্থানীয় থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর সিনিয়র মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র মোরসালিন শেখ। মা-বাবার বিয়ে বিচ্ছেদের পর নানির কাছে থাকত সে।
২৫ জুন সকালে মাদরাসার উদ্দেশে বের হয়। সেখান থেকে বাড়িতে ফিরে না আসায় তার নানি অনেক খোঁজাখুঁজি করেন। এরপর থেকেই নিখোঁজ শিশু মোরসালিন।
এদিকে ছেলের খোঁজে গত ৩০ জুন ইতি বেগম মধুখালী থানায় একটি সাধারণ ডায়রি( জিডি) করেন। নিখোঁজের প্রায় আড়াই মাস পার হলেও উদ্ধার হয়নি শিশু মোরসালিন।
নিখোঁজ মাদরাসাছাত্র মোরসালিনের বয়স ১১, উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে টি-শার্ট ছিল।
মোরসালিনের মা ইতি বেগম জাগো নিউজকে বলেন, প্রতিদিন অপেক্ষায় থাকি কখন আমার ছেলে হাজির হবে। সব আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া শেষ। এখনও বিভিন্ন স্থানে হন্যে হয়ে খুঁজছি।
এ ব্যাপারে গাজনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া জাগো নিউজকে জানান, মোরসালিনের নিখোঁজ হওয়ার ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পর থেকে বড় পরিসরে সোর্স লাগানো হয়েছে। বিভিন্ন স্থানে তার সন্ধান চালানো হচ্ছে। আশা করি দ্রুতই একটা ভালো ফলাফল পাওয়া যাবে।
এন কে বি নয়ন/এফএ/জিকেএস