দেশজুড়ে

ফেনীতে অনুমোদনহীন দুই হোটেলকে জরিমানা

ফেনীতে অনুমোদনহীন হোটেল ব্যবসার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের হোটেল রিলাক্স ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে অবস্থিত সিটি ইন হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথী ও মুক্তা গোস্বামী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথী বলেন, অভিযানের সময় হোটেল কর্তৃপক্ষ অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে হোটেল রিলাক্সকে ১০ হাজার এবং হোটেল সিটি ইনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দুই হোটেল কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে ব্যবসার প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম