ফরিদপুরে ১৩ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার আসামি স্বাধীন শেখকে (২৪) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার স্বাধীন ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের তোজা শেখের ছেলে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়।
ফরিদপুরের কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, ধর্ষণ মামলার আসামি স্বাধীনকে রিমান্ডের শুনানির দিন পরে ধার্য করার সিদ্ধান্ত জানিয়ে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট রাতে ফরিদপুর সদর উপজেলার একটি বাজার থেকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিল ওই কিশোরী। পথে স্বাধীনসহ আরও তিন-চারজন তার পথ রোধ করে। তারা ভুক্তভোগীকে একটি পিকআপে তুলে নিয়ে ওই বাজার থেকে পাশের গ্রামের একটি নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে ভ্যানগাড়ি দিয়ে চাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়।
বিষয়টি জানাজানি হলে কিশোরীর বাবা বাদী হয়ে গত ২৬ আগস্ট ফরিদপুর কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ মামলায় স্বাধীন শেখসহ চারজনের নাম উল্লেখ করা হয় এবং একজনকে অজ্ঞাত দেখানো হয়।
এন কে বি নয়ন/জেডএইচ/