দেশজুড়ে

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে তাকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত বন্দি আফাজ উদ্দিন গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের হোসেন আলীর ছেলে। তার বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা থানায় একটি এবং গাজীপুরের শ্রীপুর থানায় আরও চারটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. নুরুন্নবী ভূঁইয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাজতি আফাজ উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মো. আমিনুল ইসলাম/এসজে/জিকেএস