সাহিত্য

সুকান্ত পার্থিবের তিনটি কবিতা

অবচেতনউত্তাল সাগরে বেওয়ারিশ ভাসতে ভাসতেফাঁদের জালে আটকা জীবন যন্ত্রণা মেটাতেদেবদারু গাছের সাথে লম্বা পেরেকঢুকিয়ে কফিনে মুড়িয়ে দিয়েছিজীবনের সাথে অসহ্য যাপনের শেষ অশ্রুবিন্দু!রক্তমাখা আকাশসীমান্তবর্তী অভাগা মানুষ আমি!নিষ্পলক চেয়ে শুধু দেখি বিপন্ন মানবিকতায়সুসজ্জিত অস্ত্রের মহড়া। চেয়ে দেখি নির্বিঘ্নেলেফট-রাইট লেফট-রাইট ধ্বনিতে ধেয়ে আসছেমেশিনগানের নলের অবাধ...।পূবের রক্তমাখা আকাশ দেখার আগেইকাঁটাতারে ঝুলে থাকে ছিন্ন দেহ।ভাগ হয়ে যাওয়া ব্রহ্মপুত্রের জলেভেসে ওঠে অচেনা মুখের মিছিল!গণধর্ষণপৃথিবীর বুক চিরে ধর্ষিতা বোনের দেহস্বীকৃতি পায় নাইলেন সুতার বাঁধনে।ঈশ্বরের গ্রন্থের ধর্ম-জাত-বর্ণ-গোত্র সামাজিকবৈধতা পায় সন্তানের সামনে মায়ের বস্ত্রহরণে!এসইউ/এমএস