রাজনীতি

সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে : ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র আজ অবরুদ্ধ। দেশ এখন মহাবিপদে। সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই বিপদ থেকে দেশকে রক্ষা করার এখনই সময়। এই অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে হবে।রোববার বেলা ১১ টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদস্থ শহীদ সোলেমান হলে সিলেট জেলা ও মহানগর বিএনপির কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এরপর দুুপুরে নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়।মির্জা ফখরুল আরও বলেন, তৃণমূল থেকে আন্দোলন শুরু করে বর্তমান এই ‘ফ্যাসিবাদী’ সরকারকে হটানো সম্ভব। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলকে সংগঠিত করে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। গুরুত্ব দিতে হবে তৃণমূলকে সংগঠিত করতে। সরকার জোর করে ক্ষমতায় থাকার কারণেই দেশে খুন, গুম ও অপহরণ বেড়েছে। কাউন্সিলে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. শাহজাহানসহ স্থানীয় নেতারা।এর আগে কঠোর নিরাপত্তায় জেলা ও মহানগর বিএনপির সম্মেলন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করতে সরাসরি ভোট দিচ্ছেন ১৩২ জন কাউন্সিলর। প্রসঙ্গত, প্রায় সাড়ে সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলন। সিলেট জেলা ও মহানগর বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের অক্টোবরে। ২০১৪ সালের ১৪ আগস্ট জেলা ও মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি দায়িত্ব নেয়ার আড়াই বছরের মাথায় আজ কাউন্সিল হচ্ছে।দীর্ঘ দুই যুগ পর বিএনপির কাউন্সিলররা আজ তাদের নতুন নেতৃত্ব নির্বাচনে সরাসরি ভোটে অংশ নিচ্ছেন। এর আগের কমিটিগুলো সমঝোতায় হলেও এবার ভোটে নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে।ছামির মাহমুদ/এসএস/আরআইপি