রংপুর জেলা ও মহানগর দোকান মালিক সমিতি রংপুর জেলায় সোমবার অর্ধদিবস হরতাল ডেকেছে । সোমবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন জানান, রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় ও যুবলীগ নেতা ইমরান হত্যার মূল আসামী গ্রেফতার না হওয়ার প্রতিবাদে সিটি মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টুর নেতৃত্বে এ হরতালের ডাক দেওয়া হয়।এ ছাড়া যুবলীগ নেতা ইমরান হত্যার মূল আসামীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।