নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ায় মাছ না ধরেই বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরতে শুরু করেছে শত শত ট্রলার। রোববার (১১ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে জেলেরা ট্রলার নিয়ে ফিরে আসতে শুরু করেন। এতে বড় লোকসানের আশঙ্কা করছেন ওই এলাকার মৎস্যজীবীরা।
ঘাটে ফেরা এফ বি মায়ের দোয়া ট্রলারের মাঝি শামসুল হক জাগো নিউজকে জানান, প্রায় দেড় লাখ টকার সামগ্রী নিয়ে তিনদিন আগে সমুদ্রে গিয়ে মাছ না ধরেই ফিরতে হয়েছে তাদের। প্রথমে নিম্নচাপের খবর পেয়েও লোকসান বিবেচনায় সমুদ্রে থাকতে চেয়েছিলেন তারা। তবে রোববার দুপুরের পর সমুদ্র তার রূপ পাল্টায়। বর্তমানে সমুদ্র এতটাই উত্তাল যে ট্রলার নিয়ে অবস্থান করা জেলেদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।
বাংলাদেশ ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী জাগো নিউজকে বলেন, সম্প্রতি নিম্নচাপে লোকসান নিয়ে ফেরা ট্রলারগুলোর জেলে ও মাঝিরা ধারদেনা করে ফের সমুদ্রে গিয়েছিলেন। তবে এবারের নিম্নচাপ মৎস্যজীবীদের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে এসেছে। এখন প্রতিটি ট্রলারের মালিকই দেনাগ্রস্ত।
বরগুনা সাইক্লোন প্রিপারনেস প্রোগ্রাম (সিপিপি) জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এজন্য দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এম এ আজীম/এমআরআর/এএসএম