দেশজুড়ে

বরগুনায় বিপৎসীমার ওপরে নদীর পানি, তলিয়ে গেছে নিম্নাঞ্চল

চলমান নিম্নচাপের প্রভাবে বরগুনার প্রধান নদীগুলোতে পানি বেড়েছে। জেলার খাকদোন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গিয়েছে নিচু এলাকা। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মাহতাব হোসেন জাগো নিউজকে জানান, নিম্নচাপ ও বৃষ্টির কারণে বরগুনার খাকদোন নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বড়ইতলা ফেরিঘাট, কুমড়খালী, ধূপুতিসহ আট থেকে ১০টি এলাকা। এতে এলাকাগুলোর বাসিন্দারা দৈনন্দিন কাজকর্ম করতে হিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন।

কুমড়াখালী গ্রামের জয়নাল জাগো নিউজকে বলেন, কয়দিন পর পর নদীর পানি স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেড়ে যায়। এতে রান্না খওয়া নিয়ে দুর্ভোগে পড়তে হয় পরিবারের সবাইকে। বর্তমানে তাদের জীবন-জীবিকা হুমকির মধ্যে রয়েছে বলে জানান তিনি।

একই এলাকার মাহফুজা জানান, তার রান্নাঘরে এখন উঠেছে। কীভবে সন্তানদের মুখে খাবার তুলে দেবেন তা নিয়ে এখন চিন্তিত তিনি।

এম এ আজীম/এমআরআর/এমএস