পটুয়াখালীর কুয়াকাটায় সাড়ে চার মণ ওজনের একটি সেইল ফিশ (পাখি মাছ) ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন জাহাঙ্গীর মাঝি নামের এক জেলে।
এর আগে বুধবার রাতে সাগরের ১০০ বাম এলাকায় মাছটি ধরা পড়ে। মাছটির দৈর্ঘ্য ১২ ফুট ও প্রস্থ দেড় ফুট।
উপকূলীয় এলাকায় এ মাছের চাহিদা না থাকায় মাছটি ২৫ হাজার টাকায় কিনে নেন ইউনুস বয়াতী নামের এক ব্যবসায়ী।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ায় দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে। এ মাছ বেশ দ্রুত গতি সম্পন্ন হয়ে থাকে।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জিকেএস