দেশজুড়ে

বৈরী আবহাওয়ায় পর্যটক কমেছে কুয়াকাটায়

বৈরী আবহাওয়ার কারণে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে পর্যটকের আগমন কমে গেছে। অগ্রিম বুকিং দেওয়া হোটেলের রুমও বাতিল করছেন অনেকে। তবে আবহাওয়া ভালো হলে পর্যটকদের আগমন বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, পুরো সৈকতে অল্প সংখ্যক পর্যটকের বিচরণ। আগত পর্যটকদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টির দিনে সমুদ্র উপভোগ করতে তারা কুয়াকাটা ভ্রমণে এসেছেন। অনেকে বৃষ্টির কারণে হোটেল রুমেই অবস্থান করছেন।

হোটেল-মোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, এক সপ্তাহ ধরে বৈরী আবহাওয়ার কারণে পর্যটকদের আগমন কমেছে। বেশিরভাগ হোটেল পর্যটকশূন্য হয়ে পড়েছে। হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় পার করছেন।

কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফার রাব্বি বলেন, ‘কয়েকদিন ধরে পর্যটক কম হওয়ায় আয়ও কমে গেছে। বৃষ্টির কারণে আমরা বের হতে পারছি না। আবহাওয়া ভালো না হলে পর্যটকদের আগমন বাড়বে না।’

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জাগো নিউজকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে পর্যটকের আগমন কম। অগ্রিম বুকিং হওয়া হোটেলও বাতিল করেছেন পর্যটকরা। তবে আবহাওয়া ভালো হলে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে কুয়াকাটা সৈকত।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম