জাতীয়

পকেটে ‘মাস্টার চাবি’ নিয়ে অটোরিকশা চুরি করতেন তারা

চট্টগ্রামের রাউজান এলাকা থেকে অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোরে রাউজানের রমজান আলী হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাইকরা একটি অটোরিকশাও জব্দ করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার সেজনা দিঘী গ্রামের আবদুল খালেকের ছেলে মো. রুবেল এবং কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার প্রয়াত ওয়াহেদ আলীর ছেলে মো. রমজান আলী।

আকবার শাহ থানা সূত্রে জানা গেছে, আকবর শাহ থানা এলাকার সিএনজি চালিত অটোরিকশা চালক সৈয়দ হোসেন বুধবার দুপুরে তার অটোরিকশাটি রাস্তার পাশে রেখে দুপুরে খাবার খেতে বাসায় যান। খাবার খেয়ে ফিরে দেখেন অটোরিকশাটি নেই। এ নিয়ে অটোরিকশা মালিক নাজমুল হাসান আকবর শাহ থানায় একটি মামলা করেন।

মামলার পর রাতেই অভিযান চালিয়ে রাউজানের রমজান আলী হাট এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় চুরি যাওয়া অটোরিকশা ও চারটি মাস্টার চাবি জব্দ করে পুলিশ।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন আকবর জানান, গ্রেফতার দুই আসামি চট্টগ্রাম জেলা ও মহানগরীতে সিএনজি চালিত অটোরিকশা চুরির সঙ্গে জড়িত। তারা খুবই চতুর প্রকৃতির চোর। তাদের কাছ থেকে দুটি মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে। এসব চাবি দিয়ে যেকোনো অটোরিকশা স্টার্ট দেওয়া যায়।

বৃহস্পতিবার সকালে মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইকবাল হোসেন/এমআইএইচএস/জেআইএম